Vocabulary মনে রাখার টেকনিক | ইংরেজি শব্দার্থ মনে রাখার কৌশল [সেরা ৯টি কার্যকরী কৌশল]
যেকোনো ভাষায় দক্ষতা অর্জন করার জন্য সে ভাষার শব্দভাণ্ডার জানা বাধ্যতামূলক। তেমনি ভাবে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চাইলে ইংরেজি ভোকাবুলারি বা শব্দকোষ আপনার আয়ত্তে থাকতে হবে। তবে সমস্যার বিষয় হলো ইংরেজি শব্দার্থ বা ভোকাবুলারি মুখস্থ করা কোনো সহজ কাজ নয়।
ভোকাবুলারি মুখস্ত করতে গেলে আমরা যে সমস্যার সম্মুখীন হয় সেটা হলো খুব বেশিদিন সেগুলো মনে রাখতে পারিনা। এই সমস্যার সম্মুখীন কমবেশি সবাই হয়েছে। তবে কিছু কৌশল খাটিয়ে খুব সহজে আপনি চাইলে ভোকাবুলারি মুখস্থ করে ইংরেজি শব্দকোষ আয়ত্ত করতে পারেন।
আজকে আলোচনার মূল বিষয় হলো ভোকাবুলারি শেখার উপায় বা ইংরেজি শব্দার্থ মনে রাখার কৌশল সম্পর্কে বিস্তারিত। আজকের কৌশল গুলো অনুসরণ করলে আপনার জন্য ভোকাবুলারি শেখার আর কোন উপায় খুঁজতে হবে না। ভোকাবুলারি শেখার উপায় সম্পর্কে বিস্তারিত জানাব এখন।
তো চলুন জেনে নেয়া যাক ইংরেজি শব্দার্থ মনে রাখার কৌশল। আজকের এই লেখাটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লে আপনি খুব সহজে ইংরেজি শব্দার্থ বা ইংরেজি ভোকাবুলারি জয় করতে পারবেন।
ইংরেজি ভোকাবুলারি মনে রাখার সেরা ৯টি কৌশল
১. প্রতিটি শব্দ একটানা বারবার পড়া
ইংরেজি ভোকাবুলারি বা শব্দার্থ শেখার সবচেয়ে প্রাচীন ও বহুল ব্যবহৃত একটা পদ্ধতি হলো কোন একটা নতুন শব্দ বার বার পড়া। কোন একটি ইংরেজি শব্দের অর্থ মুখস্থ করার জন্য এই পদ্ধতি অনেক কাজে দিয়ে থাকে। আপনি যদি কোন একটা শব্দ মুখস্ত করতে চান তবে সেটি কমপক্ষে ৩০-৫০ বার অর্থসহ উচ্চারণ করে পড়বেন।
আপনি চাইলে ইংরেজি থেকে বাংলা অর্থ ৩০ বার এবং বাংলা অর্থ থেকে ইংরেজিতে ২০ আর উচ্চারণ করে জোরে জোরে পড়তে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি একটি ইংরেজী শব্দ Vast অর্থসহ বাংলা মুখস্ত করবেন। আপনি এভাবে পড়তে পারেন ( Vast মানে বিশাল ) এভাবে ২০-৩০ বার এবং ( বিশাল মানে Vast ) এভাবে ২০ বার একটানা পড়তে পারেন।
এভাবে মুখস্থ করলে আপনার একটু সময় বেশি লাগলেও ইংরেজি শব্দার্থ গুলো দীর্ঘদিন মনে থাকবে। যদিও ভুলে যান দু একবার পড়লে আপনার মনে পড়ে যাবে।
২. শব্দের প্রসঙ্গ বুঝে পড়া
আপনি যখন ইংরেজি কোন একটা শব্দ মুখস্ত করতে যাবেন ঠিক তখন খেয়াল রাখবেন যে শব্দের বিভিন্ন রকম ব্যবহার বিদ্যমান। কোন অবস্থানে শব্দের অর্থ কোন ধরনের হবে সেটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। একটা শব্দের বিভিন্ন রকম অর্থ থাকতে পারে।
আপনাকে ভালো একটা ইংরেজি অভিধান বা ডিকশনারি ব্যবহার করে শব্দের সবগুলো অর্থ ভালোভাবে জানতে হবে। কোন প্রসঙ্গে শব্দের অর্থ কি রকম হবে সেটা আপনাকে জানতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, সবাই জানি যে Fair মানে হলো মেলা। কিন্তু এই শব্দের আরো অর্থ রয়েছে। Fair মানে ভালো, সুষ্ঠু প্রভৃতি।
৩. শব্দকে সম্পর্কিত করে পড়া
ইংরেজি শব্দার্থ মনে রাখার কৌশলগুলির মধ্যে এটি অন্যতম সেরা এবং কার্যকরী কৌশল বটে। আপনি যদি ইংরেজি শব্দার্থ বা ভোকাবুলারি একেবারেই মনে না রাখতে পারেন, আজকের এই কৌশলটি প্রয়োগ করে দেখতে পারেন।
ইংরেজি ভোকাবুলারি বা শব্দার্থ মনে রাখার একটা কার্যকরী কৌশল এটি। উদাহরণ দিলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনি একজন নতুন ইংরেজি শব্দ শিখবেন। নতুন ইংরেজি শব্দটি হলো Niggard যার অর্থ হল ব্যয়কুণ্ঠ বা কৃপণ প্রকৃতির ব্যক্তি।
এখন আপনি শব্দটিকে আপনি চাইলে আপনার বন্ধু-বান্ধব কিংবা আশেপাশের কোন ব্যক্তি কিংবা বস্তুর সাথে এভাবে সম্পর্কিত করতে পারেন, রুহুল খুব Niggard লোক। তবে এই পদ্ধতির কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা হলো এই কৌশলে আপনি অনেক বেশি ইংরেজি শব্দার্থ মনে রাখতে পারবেন না।
৪. ইংরেজি ভোকাবুলারি শেখার আগ্রহ তৈরি করা
ইংরেজি ভোকাবুলারি শেখার আরেকটি সেরা উপায় হলো ইংরেজি শব্দার্থ শেখার আগ্রহ সৃষ্টি করা। আপনার ইংরেজি শব্দার্থ কেন শেখা প্রয়োজন এই প্রশ্নর উত্তর পেলে আপনি খুব সহজে ইংরেজি ভোকাবুলারি শেখার প্রতি আগ্রহ তৈরি করতে পারবেন।
আমরা তখনই কোনো কিছুর প্রতি আগ্রহ তৈরি করি যখন আমরা ঐ জিনিসের প্রয়োজন ও গুরুত্ব বুঝতে পারি। আপনাকে প্রথমে এই দুটি বিষয় নিশ্চিত করতে হবে তবে আপনি ভোকাবুলারি শেখার প্রতি আরো বেশি আগ্রহী হতে পারবেন।
কোন কিছু শেখার প্রতি আগ্রহ না থাকলে আমরা খুব বেশি মনোযোগ সেখানে দিতে পারিনা। তাই ভোকাবুলারি শেখার আগ্রহ আপনার মধ্যে তৈরি করতে হবে।
৫. নিয়মিত অনুশীলন করা
ইংরেজি শব্দার্থ বা ভোকাবুলারি মনে রাখার সবচেয়ে বেশি কার্যকরী কৌশল হলো এটি। আপনাকে শুধু নতুন ইংরেজি শব্দ মুখস্থ করলে হবে না আপনাকে নিয়মিত চর্চা করতে হবে সেগুলো নিয়ে।
আপনি চাইলে পড়ে বা লিখে ইংরেজি ভোকাবুলারি শেখার চর্চা করতে পারেন। আপনি পড়ে ইংরেজি ভোকাবুলারি চর্চা করতে চাইলে আপনাকে নিয়মিত ইংরেজি পড়ার অভ্যাস করতে হবে।
নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ার মাধ্যমে আপনি প্রতিদিন নতুন নতুন শব্দের সন্ধান পাবেন এবং অতীতে পড়া শব্দগুলো পত্রিকায় পড়ার সময় খুঁজে পাবেন এভাবে আপনি চর্চা করতে পারেন। এছাড়া আপনি চাইলে লিখে লিখে ইংরেজি শব্দ শেখার চেষ্টা করতে পারেন।
এভাবে আপনার ইংরেজি শব্দার্থগুলো দীর্ঘদিন মনে রাখতে পারবেন। এটা Synonym antonym মনে রাখার কৌশল বটে।
৬. রিভিশন দেওয়া
যে কোন কিছু মনে রাখার অন্যতম সেরা প্রাচীন ও বহুল ব্যবহৃত একটি কৌশল হচ্ছে রিভিশন দেওয়া। আপনাকে আগের পড়া শব্দগুলো একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে নিয়মিত রিভিশন দিতে হবে। যে কোন কিছু রিভিশন দেওয়ার ক্ষেত্রে প্রথম যখন কোন কিছু পড়বেন বা মুখস্ত করবেন ঠিক 10 মিনিট পর আবার রিভিশন দিতে হবে।
এভাবে রাতের বেলা আবার রিভিশন দিবেন। তারপর পরের দিন একবার রিভিশন দিবেন। এভাবে আবার তিন দিন পরে রিভিশন দিবেন। এরপর আপনাকে 7 দিন পর আবার রিভিশন দিতে হবে। এরপর 15 দিন পর আপনাকে আমার রিভিশন দিতে হবে। সর্বশেষ আপনাকে একমাস পর আপনাকে পুনরায় রিভিশন দিতে হবে।
এরপরও আপনার যদি কিছু শব্দে মনে না থাকে তবে সেগুলো খাতায় লিখে বারবার মনে রাখার চেষ্টা করতে পারেন।তবে একটা কথা মনে রাখবেন সেটা হলো যে শব্দগুলো আপনি সবচেয়ে বেশিবার ভুল করবেন যেগুলো আপনার বেশিদিন মনে থাকবে।
৭. গ্রুপ স্টাডি করে পড়া
ইংরেজি ভোকাবুলারি শেখার আরেকটা সেরা উপায় হল একটি। আপনি চাইলে প্রতিদিন কমপক্ষে ৫-১০ টি নতুন শব্দ আপনার বন্ধুবান্ধবের সাথে আলোচনার মাধ্যমে পড়তে পারেন। আলোচনার মাধ্যমে কোন নতুন একটা ভোকাবুলারি শিখলে সেটি আপনার দীর্ঘ দিন মনে থাকবে। এটি Vocabulary মনে রাখার টেকনিক একটি।
৮. দেয়ালে কিংবা পড়ার টেবিলে শব্দার্থ লিখে টাঙ্গিয়ে রাখা
ইংরেজি ভোকাবুলারি শেখার একটি কার্যকর পদ্ধতি হতে পারে এটি। আপনি চাইলে আপনার কক্ষে দেওয়ালে ইংরেজি ভোকাবুলারি লিখে সেগুলো শিখতে পারবেন। বাজারে বিভিন্ন রঙের এক কালারের কাগজ পাওয়া যায়।
সেগুলোতে আপনি মার্কার পেন দিয়ে ৫-১০টি করে ইংরেজি শব্দ লিখে শিখতে পারেন। আপনি চাইলে আপনার পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখতে পারেন।
এছাড়া আপনি চাইলে আপনার রুমের ওয়ালে একটা ছোট আকারের সাদা বোর্ড কিনে সেখানে নিয়মিত মার্কার পেন দিয়ে কিছু শব্দ লিখে শেখার চেষ্টা করতে পারেন।
আপনি যখনই সময় পাবেন তখনই চাইলে দেয়াল কিংবা সাদা ব বোর্ডের দিকে বারবার তাকিয়ে লিখিত ইংরেজি শব্দগুলো পড়া মনে ও রাখার চেষ্টা করতে পারেন।
৯. স্টিকি নোট ব্যবহার করা
ইংরেজি শব্দার্থ শেখার আরেকটি সেরা ও কার্যকরী কৌশল হলো স্টিকি নোট ব্যবহার করা। Vocabulary মনে রাখার টেকনিকগুলির মধ্যে অন্যতম সেরা এটি। আপনি চাইলে বাজার থেকে স্টিকি নোট কিনে সেগুলোতে প্রতিদিন 10 টা করে ইংরেজি নতুন শব্দ লিখে বারবার দেখার মাধ্যমে সেগুলো আয়ত্ত করতে পারেন।
স্টিকি নোট না কিনে আপনি চাইলে অফসেট পেপার এর কাগজগুলো কেটে কয়েক টুকরা করে এভাবে ব্যবহার করতে পারেন। আপনি যখনই সময় পাবেন তখন এই নোটগুলো বের করে বারবার দেখতে হবে ও মনে রাখার চেষ্টা করতে হবে।
এটা ইংরেজি ভোকাবুলারি শেখার সেরা একটি টেকনিক। ইংরেজি ভোকাবুলারি শেখার এই কৌশলটি কমবেশি সবাই জীবনে প্রয়োগ করে থাকে।
উপসংহার
আজকে আমাদের আলোচনার মূল টপিক ছিল Vocabulary মনে রাখার টেকনিক। উপরের টিপসগুলো অনুসরণ করলে আপনি খুব সহজে ইংরেজি শব্দার্থ গুলো মনে রাখতে পারবেন। Synonym antonym মনে রাখার সেরা কৌশল সম্পর্কে আপনাকে আজকে অবহিত করা হয়েছে।
আশা করি আজকের আর্টিকেল ইংরেজি শব্দার্থ শেখার কৌশল আপনার ভালো লেগেছে। পড়াশোনা সম্পর্কিত এরকম আরো তথ্যবহুল আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটিতে আরো ঘোরাঘুরি করতে পারেন। সম্পূর্ণ পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।