ভর্তি সংক্রান্ত

হিসাববিজ্ঞান মডেল টেস্ট ১ | বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি | Accounting Final Model Test

হিসাববিজ্ঞান মডেল টেস্ট ১ | বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি | Accounting Final Model Test 2022

 

ঘড়ি ধরে মডেল টেস্ট দিতে হবে। 

ফ্রি মডেল টেস্টঃ ০১

 

হিসাববিজ্ঞান মডেল টেস্ট; বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ২০২২

 

01. নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়?

A) নির্বাচন

B) লিপিবদ্ধকরণ

C) যাচাইকরণ

D) শ্রেণিকরণ

 

02. অনুপার্জিত আয় নির্দেশ করে-

A) আয়

B) চলতি দায়

C) ব্যয়

D)দীর্ঘমেয়াদি দায়

 

03. উত্তরা কোম্পানির ২০১৩ সালের সম্পত্তি হ্রাস পায় ৮০,০০০ টাকা এবং দায় বৃদ্ধি পায় ৩০,০০০ টাকা । তাহলে মালিকানাস্বত্ব:

A) ৫০,০০০ টাকা বৃদ্ধি পায়

B) ১১০,০০০ টাকা বৃদ্ধি পায়

C) ৫০,০০০ টাকা হ্রাস পায়।

D) ১১০,০০০ টাকা হ্রাস পায়

 

04. নিচে উল্লিখিত নীতি অনুসরণ করি বলে আমরা সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণীতে দেখাই-

A) সত্তার নীতি

B) হিসাবকাল নীতি

C) মিলকরণ নীতি

D) পূর্ণপ্রকাশ নীতি

 

05. বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বহিতে সম্ভাব্য পরিবর্তন হবে-

A) সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি

B) দায় বৃদ্ধি এবং পরিশোধিত মূলধন বৃদ্ধি

C) দায় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস

D) সম্পদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি

 

06. নিচের কোনটি অস্থায়ী হিসাব?

A) নগদান হিসাব

B) ব্যাংক হিসাব।

C) মজুত পণ্য হিসাব

D)  অবচয়

 

07. নিচের কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না?

A) অবচয়

B) অগ্রিম প্রদত্ত বিমা

C) বেতন

D) ভাড়া

 

08. নিচের কোনটি অলীক সম্পত্তি?

A) পেটেন্ট

B) সুনাম

C) শেয়ার মূল্যে ছাড়

D) কপিরাইট

 

09. নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়?

A) আর্থিক অবস্থার বিবরণী

B) মূল্য সংযোজন বিবরণী

C) কম্প্রিহেনসিভ আয় বিবরণী

D) নগদ প্রদান বিবরণী

 

10. হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত

হয় তাকে কী ভুল বলে?

A) বাদ পড়া

B) লেখার ভুল।

C) বেদাখিলা

D) পরিপূরক ভুল

 

11. সাধারণত নিচের কোন হিসাব সেট এর ডেবিট উদ্বৃত্ত থাকে?

A) আয়, মূলধন, সম্পদ

B) দায়, মূলধন, ব্যয়

C) আয়, দায়, মূলধন

D) সম্পদ, মালিকের উত্তোলন, খরচ

 

12. ফলাফল নিট আয় হবে যখন-

A) সম্পদ আয়ের চেয়ে বেশি

B) সম্পদ দায়ের চেয়ে বেশি

C) খরচ আয়ের চেয়ে বেশি

D) আয় খরচের চেয়ে বেশি

 

13. নিম্নোক্ত কোনটি একটি ব্যবসায়ের সর্বাধিক তরল সম্পদ হিসাবে বিবেচিত হবে-

A) দেনাদার

B) মজুত পণ্য

C) শেয়ারের বিনিয়োগ

D) ব্যাংক উদ্বৃত্ত

 

14. মুখ্য ব্যয় কী?

A) কাঁচামাল + কারখানা উপরিব্যয়

B) কারখানা উপরিব্যয় + প্রশাসনিক উপরিব্যয়

C) কাঁচামাল ব্যয় + প্রত্যক্ষ মজুরি ব্যয়+অন্যান্য প্রত্যক্ষ খরচ

D) প্রত্যক্ষ মজুরি+কারখানা উপরিব্যয়

 

15. যদি প্রারম্ভিক মজুত ৬০,০০০ টাকা, সারা বছরের ক্রয় ৩০০,০০০ টাকা, অন্তর্মুখী পরিবহন খরচ ৬,০০০ টাকা, বহির্মুখী পরিবহন ১০,০০০ টাকা,

ক্রয় ফেরত ও ভাতা ৮,০০০ টাকা, সরবরাহের সমাপনী মজুত ৫,০০০ টাকা এবং পণ্যের সমাপনী মজুত ৫০,০০০ টাকা হয় তবে বিক্রীত পণ্যের খরচ হবে-

A) ২৯৮,০০০ টাকা

B) ৩১৮,০০০ টাকা

C) ৩০৮,০০০ টাকা

D) ৩১৩,০০০ টাকা

 

16. নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা ও ৬,০০০ টাকা হলে ক্রয়মূল্যের উপর মুনাফার হার কত?

A) ১৬.৬৭%

B) ২০%

C) ২৫%

D) ৩০%

 

17. A, B ও C একটি অংশীদারি কারবারের অংশীদার। A এর মূলধন ২৫০,০০০ টাকা, B এর মূলধন ৩২০,০০০ টাকা ও C এর মূলধন ১৮০,০০০। C ব্যবসায় পরিচালনা বাবদ ৬০,০০০ টাকা বেতন পাবে । ব্যবসায়ে ২১০,০০০ টাকা লাভ হলে, বছর শেষে C মোট কত টাকা পাবে?

A) ৪৮,০০০ টাকা

B) ৬০,০০০ টাকা

C) ১৪০,০০০ টাকা

D) ১১০,০০০ টাকা

 

18, একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৫০০,০০০ টাকা, পরিবহন খরচ ৫০,০০০ টাকা ও সংস্থাপন খরচ ২০,০০০ টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর এবং

অবশিষ্ট মূল্য ৩৫,০০০ টাকা । ক্রমহ্রাসকৃত উদ্বৃত্ত পদ্ধতিতে ২য় বছরের অবচয় কত টাকা?

A) ২৮৫,০০০ টাকা

B) ১০৬,৮৭৫ টাকা

C) ১৪২,৫০০ টাকা

D) ১৩৮, ৭৫০ টাকা

 

19. আগুনে বিনষ্ট মজুত পণ্য ১০,০০০ টাকা, যা সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। বিমা কোম্পানি ৬০% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।

এ বাবদ আয় বিবরণীতে কত টাকা খরচ দেখাতে হবে?

A) ৪,০০০ টাকা

B) ১৪,০০০ টাকা

C) ১০,০০০ টাকা

D) ৮,০০০ টাকা

 

20. যে সকল ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তনশীল, তাদেরকে বলা হয়-

A) পরিবর্তনশীল ব্যয়

B) স্থির / স্থায়ী ব্যয়

C) কাঁচামালা ব্যয়

D) উৎপাদন ব্যয়

 

 

 

 

 

উত্তরমালাঃ

 

01.C

02.B

03.D

04.D

05.A

06.D

07.A

08.C

09.B

10.C

11.D

12.D

13.D

14.C

15.D

16. C

17.D

18. C

19. A

20. A

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button