ভর্তি সংক্রান্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখার কৌশল
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখার উপায়: রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাস ১৩টি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমূহ:
১. মালঞ্চ
২. ঘরের বাইরে
৩. রার্জষি
৪. নৌকাডুবি
৫.বৌঠাকুররানীর হাট
৬. যোগাযোগ
৭. দুই বোন
৮. চতুরঙ্গ
৯. চোখের বালি
১০. শেষের কবিতা
১১. গোরা
১২. চার অধ্যায়
১৩. করুণা
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখার শর্টকাট টেকনিক :
গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল। তাই দেখে করুণা করে দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরে বাইরে যোগাযোগ করে পেল না বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো।
শর্টকাটের ব্যাখ্যা:
- গোরা
- শেষের কবিতা
- চার অধ্যায়
- চতুরঙ্গ
- চোখের বালি
- করুণা
- দুই বোন
- মালঞ্চ
- রার্জষি
- ঘরের বাইরে
- যোগাযোগ
- বৌঠাকুররানীর হাট
- নৌকাডুবি
আশা করি, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখার উপায়‘ আপনাদের ভালো লেগেছে
More Tags:
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কয়টি
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমূহ
রবীন্দ্রনাথের উপন্যাস সমূহ
রবীন্দ্রনাথের উপন্যাস কয়টি ও কি কি
রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার কৌশল
রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার টেকনিক