মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান 2022 PDF সহ
প্রিয় পাঠক আপনি যদি অনুসন্ধান করে থাকেন মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান 2022 PDF সহ জানার জন্য তবে এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। ঢাকা মেট্রো রেল বাংলাদেশের মেগা প্রকল্প গুলোর একটি। যা বাস্তবায়িত করার মধ্যমে ঢাকা বাসীর জ্যাম জীবনের অবসান ঘটবে। চলমান হবে ব্যবসায় বাণিজ্য ও অন্যান্য সু্যোগ সুবিধা। দুঃবিসহ যানজট এর অবসান ঘটবে। আসুন মেট্রো রেল নিয়ে কিছু সাধারণ জ্ঞান জেনে নি।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
১.মেট্রোরেল প্রকল্পের আনুষ্ঠানিক নাম কি?
উত্তরঃ ম্যাস র্যাপিড ট্রানজিট।
২. ঢাকা মেট্রো রেল এর বাজেট কত?
উত্তরঃ ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লাখ টাকা।
৩.কত সালে উদ্যোগ নেয়া হয়?
উত্তরঃ ২০১৩ সালে।
৪.বাজেট ফাস হয় কত সালে?
উত্তরঃ ২০১৬ সালে।
৫. সহযোগী সংস্থার নাম কি?
উত্তরঃ জাইকা
৬. দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১০৮.৬৪১ কিলোমিটার (পরিকল্পিত)
৭. কয়টি ট্রেন থাকবে?
উত্তরঃ উত্তর-মতিঝিল রুটে ১৪টি ট্রেন থাকবে।
৮. কয়টি লাইন থাকবে?
উত্তরঃ বর্তমানে দুটি। এম আর টি-১ ও এম আর টি-৫।
৯.কোথায় হতে কোথায় স্থাপিত হবে?
উত্তরঃ এম আর টি-১ উত্তরা-মতিঝিল
১০.কত সময়ে এই দূরত্ব পার হওয়া যাবে?
উত্তরঃ মাত্র ৩৫-৩৮ মিনিটে।
১১.কতজন যাত্রী যাতায়াত করতে পারবে?
উত্তরঃ ৬০ হাজার প্রতি ঘন্টায়।
১২. দৈনিক কত বার যাবে?
উত্তরঃ
১৩. কত মিনিট পর পর?
উত্তরঃ ৪০ মিনিট পরপর
১৪. কতক্ষণ থামবে?
উত্তরঃ প্রতি স্টেশনে ৪০ সেকেন্ড।
১৫. কয়টি স্টেশন?
উত্তরঃ ১৬ টি
১৬. নাম কি কি?
উত্তরঃ ১৬টি স্টেশন হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
১৭.কবে উদ্ভোদন করা হবে?
উত্তরঃ ২০২১ সালের ১৬ সালে তারিখ নির্ধারিত ছিল।
১৮. শব্দ নিরোধে কি থাকবে?
উত্তরঃ দুপাশে শব্দ নিরোধক দেওয়াল থাকবে।
১৯. ভাড়া কিভাবে পরিশোধিত হবে?
উত্তরঃ স্বয়ংক্রিয় কার্ডের মাধ্যমে।
২০. রেল পথের গেজের নাম কি?
উত্তরঃ আর্দশ গেজ।
প্রিয় পাঠক আপনি এই পোষ্টে পড়ছেন মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান 2022 PDF সহ। আপনি চাইলে আরও কিছু নিম্নোক্ত পোষ্ট পড়ে নিতে পারেন।
[irp posts=”144″ name=”পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২”]
২১.কত বিদ্যুৎ খরচ হবে?
উত্তরঃ ঘন্টায় ১৩.৪৭ মেগাওয়াট।
২২. এই বিদ্যুৎ কোথা থেকে নেয়া হবে?
উত্তরঃ জাতীয় গ্রিড থেকে।
২৩. কয়টি বিদুৎ উপকেন্দ্র নির্মাণ হবে?
উত্তরঃ ৫টি।
২৪. বিদুৎ উপকেন্দ্র গুলোর নাম কি কি?
উত্তরঃ পল্লবী,তালতলা,উত্তরা, সোনারগাঁও, বাংলা একাডেমি।
২৫. এমআরটি-৫ নির্মাণ প্রকল্প কোথা থেকে কোথায় হবে?
উত্তরঃ হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত।
২৬. এর দূরত্ব কত?
উত্তরঃ ২০ কিলোমিটার।
২৭. এম আর টি-৫ নির্মাণে বাজেট কত?
উত্তরঃ ৪১ হাজার ২৩৮ কোটি টাকা।
২৮. এর মধ্যে জাপান কত দিবে?
উত্তরঃ ২৯ হাজার ১১৭ কোটি টাকা।
২৯. বাংলাদেশ কত দিবে?
উত্তরঃ ১২ হাজার ১২১ কোটি টাকা বাংলাদেশ সরকার দিবে।
৩০. এই প্রকল্পে মোট কত কিলোমিটার নির্মাণ হবে?
উত্তরঃ ২০ কিলোমিটার।
৩১. কত কিলোমিটার পাতাল রেল হবে?
উত্তরঃ ১৩ কিলোমিটার।
৩২. কত কিলোমিটার উড়াল পথ হবে?
উত্তরঃ ৬ কিলোমিটার।
৩৩. এম আর টি-৫ এ কতটি স্টেশন থাকবে?
উত্তরঃ ১৪ টি।
৩৪. এর মধ্যে কয়টি পাতাল হবে?
উত্তরঃ ৯ টি।
৩৫. কতটি উড়াল পথ হবে?
উত্তরঃ ৫ টি।
আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান এখানে খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন এবং সমসাময়িক কন্টেন্টের আপডেট পেতে ভিজিট করতে পারেন।