হিসাববিজ্ঞান মডেল টেস্ট ২ | বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি | Accounting Final Model Test
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিঃ হিসাববিজ্ঞান মডেল টেস্ট ২
★★সময় ঃ ১৫ মিনিট মোট প্রশ্নঃ ২০টি★★
01. অংশীদারদের উত্তোলনের উপর সুদের হার কত?
A) ৬%
B) ৭%
C) ৫%
D) চুক্তি অনুসারে
02.একটি প্রতিষ্ঠানের চলতি দায় ৫০,০০০ টাকা ও চলতি অনুপাত ১১ : ৫ হলে চলতি সম্পদের পরিমাণ কত?
A) ১,০০,০০০ টাকা
B) ১,১০,০০০ টাকা
C)১,১৬,০০০ টাকা
D) ১,৮০,০০০ টাকা
3. একটি ফার্মের নিট মুনাফা এ বছর ১০০০ টাকা হলে এবং কর হার ৪০% হলে, কর-পূর্ব মুনাফা কত?
A) ১৬৬৭ টাকা
B) ১৫০০ টাকা
C) ১৪০০ টাকা
Dl ১৭৫০ টাকা
04. পাওনাদারকে আংশিক দায় পরিশোধ করলে হিসাব সমীকরণের কী পরিবর্তন হয়?
A) দায় ও সম্পত্তি হ্রাস
B) দায় ও সম্পত্তি বৃদ্ধি
C) সম্পত্তি বৃদ্ধি ও দায় হ্রাস
D) সম্পত্তি বৃদ্ধি
05. সমাপনী দাখিলা দিয়ে কোন হিসাব বন্ধ করা হয়?
A) ব্যক্তিবাচক হিসাব
B) সম্পত্তিবাচক হিসাব
C) নামিক হিসাব
D) দায়বাচক হিসাব
06. ক্রয় বই ও ক্রয় হিসাবের মধ্যে পার্থক্য কী?
A) প্রথমটি খতিয়ান, পরেরটি জাবেদা
B) প্রথমটি জাবেদা, পরেরটি খতিয়ান
C) এদের মধ্যে কোনো পার্থক্য নেই
D) A ও B সঠিক
07. কাঁচামালের প্রারম্ভিক মজুত ৫০০০ টাকা, সমাপনী মজুত ৩০০০ টাকা, ক্রয় ৫০০ টাকা ও প্রত্যক্ষ কারখানা মজুরি ৫০০ টাকা। মূখ্য ব্যয় কত?
A) ২৫০০
B) ৩০০০
C) ৪০০০
D) ৩৫০০
08. যে ব্যয়ের মধ্যে স্থায়ী এবং পরিবর্তনশীল উভয়ের উপাদান থাকে তাকে কী বলে?
A) প্রত্যক্ষ ব্যয়
B) পরোক্ষ ব্যয়
C) আধা পরিবর্তনশীল ব্যয়
D) পণ্য ব্যয়
09. মাহমুদ কোম্পানির জানুয়ারি মাসের বিক্রয় ২৫,০০০ একক, অনুদান প্রাপ্ত ৫০,০০০ টাকা। যদি একক প্রতি বিক্রয়মূল্য ৫ টাকা হয় তাহলে একক
প্রতি পরিবর্তনশীল ব্যয় কত?
A) ২ টাকা
B) ৩ টাকা
C) ৫ টাকা
D) ৭ টাকা
10. মেরী ট্রেডার্স প্রতি একক পণ্য ৫০ টাকায় বিক্রয় করে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৩৫ টাকা এবং মোট স্থায়ী ব্যয় ৪৫,০০০ টাকা হলে এককে সমচ্ছেদ বিন্দু কত?
A) ৯০০ একক
B) ১,২৮৬ একক
C) ৩,০০০ একক
D) ৫২৯ একক
11. কোন একটি হিসাবে ২০০০ টাকার পরিবর্তে ২০০ টাকা লেখা কোন ধরনের ভুল?
A) নীতিগত ভুল
B) বাদ পড়ার ভুল
C) পরিপূরক ভুল
D) লেখার ভুল
12. কোন আর্থিক বিবরণীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রতিফলিত হয়?
A) ক্রয়-বিক্রয় হিসাব
B) আয়-ব্যয় বিবরণী
C) লাভ-ক্ষতি বিবরণী
D) উদ্বতপত্র
13. নিচের কোনটি প্রশাসনিক উপরি ব্যয় নয়?
A) অফিস ভাড়া
B) কাঁচামাল ক্রয়
C) বিমা সেলামী
D) বেতন
14. নিচের কোনটি তারল্য সম্পর্কে ধারণা দেয়?
A) দেনাদার আবর্তন অনুপাত
B) নিট লাভ অনুপাত
C) ত্বরিত অনুপাত
D) দায়-মালিকানা অনুপাত
15. বিজ্ঞাপন খরচ যা চার বছরের জন্য প্রদান করা হয়েছে । এটি কোন ধরনের ব্যয়?
A) মূলধনজাতীয় ব্যয়
B) মুনাফাজাতীয় ব্যয়
C) চলতি ব্যয়
D) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
16. সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়কালে কোন বিষয়টি বিবেচিত হয় না?
A) বার্ষিক মুদ্রাস্ফীতির হার
B) সম্পত্তির ক্রয়মূল্য
C) ভগ্নাবশেষ মূল্য
D) সম্পত্তির মেয়াদ
17. প্রারম্ভিক মজুত বেশি দেখানো হলে, বেশি দেখানো হবে-
A) সম্পত্তি
B) বিক্রীত পণ্যের ব্যয়
C) মোট মুনাফা
D) মালিকানাস্বত্ব
18. মজুতপণ্য মূল্যায়নের ক্ষেত্রে একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিবছর FIFO পদ্ধতি ব্যবহার করে। এ প্রয়োগ হিসাববিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল?
A) চলমান নীতি
B) পূর্ণ প্রকাশের নীতি
C) রক্ষণশীলতার নীতি
D) সামঞ্জস্যতার নীতি
19. “টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে, কিন্তু এখনও সেবা প্রদান করা হয়নি।” এটি নিম্নের কী উপায়ে হিসাবভুক্ত হবে-
A) অগ্রিম খরচ
B) অনার্জিত রাজস্ব
C) বকেয়া আয়
D) অর্জিত রাজস্ব
20. নিম্নের কোন নীতি অনুযায়ী Beximco Ltd. এর কার্যক্রম Beximco Pharmaceutical Ltd.-এর কার্যক্রম থেকে পৃথক বলে বিবেচিত হবে :
A) চলমান নীতি
B) সত্ত্বার নীতি
C) হিসাব বর্ষের নীতি
D) প্রকাশের নীতি
উত্তরমালাঃ
01.D
02.B
03.A
04.A
05.C
06.B
07.B
08.C
09.B
10.C
11.D
12.D
13.B
14.C
15.D
16.A
17. B
18.D
19.B
20.B