ভর্তি সংক্রান্ত
বিভিন্ন সংস্থার দেশগুলোর নাম মনে রাখার কৌশল
বিভিন্ন সংস্থার দেশগুলো মনে রাখার উপায়:
✓✓ASEAN-এর সদস্য দেশগুলোর নাম মনে রাখার কৌশল:
‘MTV’র FILM দেখলে BCS হবে না’।
এখানে,
M= মালয়েশিয়া
T= থাইল্যান্ড
V= ভিয়েতনাম
F= ফিলিপাইন
I= ইন্দোনেশিয়া
L= লাউস
M= মিয়ানমার
B= ব্রুনাই
C= কম্বোডিয়া
S= সিঙ্গাপুর
✓✓ D-8 সদস্য দেশগুলোর নাম মনে রাখার উপায় :
‘বাপ-মা নাই তুমিই সব‘।
এখানে,
বা=বাংলাদেশ
প=পাকিস্তান
মা=মালয়েশিয়া
না=নাইজেরিয়া
ই=ইরান
তু= তুরস্ক
মি=নিঃশ্বাস
ই=ইন্দোনেশিয়া
✓✓ G-8 এর সদস্য দেশগুলোর নাম মনে রাখার উপায়:
“বৃটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে ফ্রাই খায়“
এখানে,
ব্রিটেন – ব্রিটেন
কানা – কানাডা
রা – রাশিয়া
জা – জাপান, জার্মানি
যুক্তরাষ্ট্র – যুক্তরাষ্ট্র
ফ্রা – ফ্রান্স
ই – ইতালি
✓✓ SAARC – সদস্য দেশগুলোর নাম মনে রাখার উপায়:
“NIPA MBBS“
N- নেপাল
I- ইন্ডিয়া
P- পাকিস্তান
A- আফগানিস্তান
M- মালদ্বীপ
B-বাংলাদেশ
B-ভুটান
S- শ্রীলঙ্কা
✓✓ BIMSTEC – এর সদস্য দেশগুলোর নাম মনে রাখার উপায়:
“শ্রী ভুমা থানে ভাবা“
এখানে,
শ্রী- শ্রীলঙ্কা
ভু- ভুটান
মা- মায়ানমার
থা- থাইল্যান্ড
নে – নেপাল
ভা- ভারত
বা- বাংলাদেশ
✓✓ GCC – এর সদস্য দেশগুলোর নাম মনে রাখার কৌশল:
“বাবা কা-কু দের ও সব সো“
এখানে,
বা – বাহারাইন
কা- কাতার
কু- কুয়েত
ও- ওমান
স- সংযুক্ত আরব আমিরাত
সো- সৌদি আরব
✓✓ ECO – এর সদস্য দেশগুলোর নাম মনে রাখার কৌশল:
” ৫ স্তান + TAI “
এখানে,
স্তান- কাজাকিস্তান
স্তান- কিরগিজস্তান
স্তান- তুর্কমেনিস্তান
স্তান- তাজিকিস্তান
স্তান- উজবেকিস্তান
T- তুরস্ক
A- আজারবাইজান
I- ইরান
তো এই ছি, বিভিন্ন সংস্থার দেশগুলো মনে রাখার কৌশল। আশা করি, বিভিন্ন সংস্থার দেশগুলো মনে রাখার টেকনিক করে আপনি উপকৃত হয়েছেন।