ভর্তি সংক্রান্ত

বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল

দেশের মুদ্রা মনে রাখার কৌশল

 

✓✓’ডলার’ প্রচলিত দেশগুলাের নাম মনে রাখার কৌশল :

 

অমাকার হাসিতে গাবেজে, জিনি নাকি ফিটুকে কিস করে পূর্বেই গায়েব হয়েছেন।”

 

 

এখানে,

অ- অস্ট্রেলিয়া 

মা- মার্কিন যুক্তরাষ্ট্র 

কা- কানাডা

সি- সিঙ্গাপুর 

গা- গায়ানা

বে- বেলিজ

জে- জ্যামাইকা 

জি- জিম্বাবুয়ে 

নি- নিউজিল্যান্ড 

না- নাউরু

ফি- ফিজি

টু- টুভ্যালু

কি- কিরিবাতি

স- সলোমন দ্বীপপুঞ্জ 

পূর্ব – পূর্ব তিমুর

গা- গ্রানাডা 

য়ে – এন্টিগুয়া ও বারমুডা 

ব- ব্রুনাই + বাহরাইন + বার্বাডোজ

হ- হংকং 

 

 

দেশের মুদ্রা মনে রাখার কৌশল

 

✓✓ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত  “ইউরো” প্রচলিত দেশগুলোর নাম মনে রাখার কৌশল : 

“আজ অবেলায় পফ ফুফি ও ভাইগনে মাল্টা এবং সাই (ছাই) নিয়ে স্লো গেল।”

এখানে, 

আ- আয়ারল্যান্ড 

জা- জার্মানি 

অ- অস্ট্রিয়া 

বে- বেলজিয়াম 

ল – লুক্সেমবার্গ 

য় – এস্তোনিয়া 

প- পর্তুগাল 

ফ- ফ্রান্স 

ফি- ফিনল্যান্ড 

ই- ইতালি 

গ- গ্রীস 

নে- নেদারল্যান্ড 

মাল্টা – মাল্টা 

সাই- সাইপ্রাস 

স্লো – স্লোভেনিয়া + স্লোভাকিয়া 

নােট: ইউরােপীয় ইউনিয়ন ভুক্ত দেশসমূহে একক মুদ্রা হিসেবে ইউরাে’ চালু হয় ১৯৯৯ সালে। ইউরােপীয় ইউনিয়ৰ ভুক্ত ১৯ টি দেশে ইউরাে প্রচলিত আছে। সর্বশেষ ইউরাে চালু হয় “লিথুনিয়ায়” ১লা জানুয়ারি ২০১৫ সালে ।

  • ইউরাে চেক বাজারে আসে – ১৯৯৯ সালে ।
  • ইউরো কয়েন বাজারে আসে – ২০০০ সালে।
  • ইউরাে কাগজের নােট বাজারে আসে- ২০০০ সালে ।

ইউরােপীয় ইউনিয়ন ভুক্ত দেশ নয় কিন্তু ইউরাে চালু আছে এমন দেশের সংখ্যা ৬টি। 

দেশগুলাের নাম মনে রাখার কৌশল: 

‘মােস্যা ভাই এম কম’

এখানে, 

মো- মোনাকো 

স্যা- স্যানম্যারিনো 

ভা – ভ্যাটিকান 

এ- এন্ডোরা 

ম-মন্টিনেগ্রো 

ক- কসোভো 

✓✓”পাউন্ড” প্রচলিত দেশগুলোর নাম মনে রাখার কৌশল:

 

“সুমি যুক্তরাজ্যের লেসিকে ভালবাসে।”

এখানে, 

সু- সুদান

মি- মিশর

যুক্তরাজ্য – যুক্তরাজ্য 

লে- লেবানন 

সি- সিরিয়া 

✓✓’ফ্রাঙ্ক’ প্রচলিত দেশগুলোর নাম মনে রাখার কৌশল :

 

“সুমোনা, রুমা ও সেবুক আচমকা বেগে চলে গেল।”

এখানে,  

সু – সুইজারল্যান্ড 

মো- মোনাকো

না- নাইজার

রু- রুমা

মা- মালগাছি

সে- সেনেগাল

বু- বুরুন্ডি

ক- কঙ্গো 

আ- আইভরিকোস্ট 

চ – চাঁদ 

ম- মধ্য আমেরিকান প্রজাতন্ত্র 

কা – ক্যামেরুন 

বে- বেনিন

গে – গ্যাবন

✓✓’ক্রোনা’  প্রচলিত দেশগুলোর নাম মনে রাখার কৌশল :

 

“ঢাবিতে আসুন।

আ- আইসল্যান্ড 

সু- সুইডেন 

ন- নরওয়ে 

✓✓’দিনার’  প্রচলিত দেশগুলোর নাম মনে রাখার কৌশল :

 

 

“আকুতিতে সবাই জমে গেল।”

এখানে,

আ- আলজেরিয়া 

কু- কুয়েত 

তি- তিউনিসিয়া

স- সার্বিয়া

বা- বাহরাইন 

ই- ইরাক

জ- জর্ডান 

মে- মেসিডোনিয়া 

✓✓’রিয়াল’  প্রচলিত দেশগুলোর নাম মনে রাখার কৌশল :

 

“সৌ কই বাকা ওই।”

এখানে, 

 

সৌ- সৌদি আরব 

ক- কম্বোডিয়া 

ই – ইরান

বা- ব্রাজিল

কা- কাতার

ও- ওমেন

ই- ইয়েমেন

✓✓’পেসো’  প্রচলিত দেশগুলোর নাম মনে রাখার কৌশল :

 

“আফিমে কচি উকি”।

এখানে, 

আ- আর্জেন্টিনা 

ফি- ফিলিপাইন

মে- মেক্সিকো 

ক- কলম্বিয়া 

চি- চিলি

উ- উরুগুয়ে

কি- কিউবা 

 

তো এই ছিল, বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল, দেশের মুদ্রা মনে রাখার কৌশল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button