বিষয় রিভিউ

ফিন্যান্স সাবজেক্ট রিভিউ | Finance Subject Review in Bangla

ব্যবসায় অনুষদের শীর্ষে থাকা সাবজেক্টের নাম হলো ফিন্যান্স। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ১৯৭৪ সালে ফিন্যান্স এর কার্যক্রম শুরু করে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা মেধাতালিকায় প্রথম সারিতে অবস্থান করে তাদের মধ্যে থেকে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীদের ফিন্যান্স বিষয়টি মনোনয়ন করা হয়ে থাকে।

Finance Subject Review in Bangla

ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনায় যারা শীর্ষে অবস্থান করে তাদের বেশির ভাগ কর্মকর্তা ফিন্যান্স বিভাগের হয়ে থাকে। ব্যবসায় শিক্ষা অনুষদের অনেকগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে ফিন্যান্স অন্যতম সেরা। আপনি যদি ফিন্যান্স বিভাগে ভর্তি হতে চান তবে আপনাকে অবশ্যই ফিন্যান্স সাবজেক্ট রিভিউ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। Finance Subject Review in Bangla সম্পূর্ণ আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আপনি জানতে পারবেন,

  • ফিন্যান্স বিষয় কেমন
  • ফিন্যান্স সাবজেক্ট কেমন
  • ফিন্যান্স পড়ে ক্যারিয়ার
  • সাবজেক্ট রিভিউ ফিন্যান্স
  • ফিন্যান্স বিষয়ে কি কি পড়ানো হয়
  • ফিন্যান্স সাবজেক্ট এ কি কি পড়ানো হয়
  • কেন পড়বেন ফিন্যান্স
  • ফিন্যান্স সাবজেক্ট কেন পড়বেন
  • Subject Review Finance
  • Finance Subject Review
  • ফিন্যান্সের কোর্সসমূহ
  • ফিন্যান্স ও ব্যাংকিং সাবজেক্ট রিভিউ
ফিন্যান্স বিষয়টি মূলত কোম্পানির অর্থায়ন ও বিনিয়োগ নিয়ে কাজ করে থাকে। কোম্পানি কোন উৎস থেকে কিভাবে অর্থ সংগ্রহ করবে এবং সেই অর্থ কোন খাতে ব্যয় বা বিনিয়োগ করবে সেগুলো নির্ধারণ করে থাকে। ফিন্যান্স ডিপার্টমেন্টে নিয়োজিত কর্মকর্তারা প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে কাজ করে থাকে যা অর্থের সাথে সম্পর্কিত।
এরা মূলত কোম্পানির পরিকল্পনা প্রণয়ন করে থাকে। এই সাবজেক্ট এর গুরুত্ব রয়েছে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে। দৈনন্দিন জীবনে আমাদের ফিন্যান্স এর ব্যবহার করতে হয় সেটা আমরা বুঝতে পারি না।
ফিনান্স ব্যবস্থাপকেরা বিভিন্ন প্রকল্পের আয় ও ব্যয় সম্ভাব্যতা যাচাই করে গুরুত্বপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে। যা দেশের জন্য লাভজনক এবং প্রতিষ্ঠানের জন্যও।
এখন আমরা জানবো ফিন্যান্স সাবজেক্টে কি কি পড়ানো হয়ে থাকে। তো চলুন জেনে নেয়া যাক, ফিন্যান্স বিষয়ে কি কি পড়ানো হয়। ফিন্যান্স ও ব্যাংকিং সাবজেক্ট রিভিউ

ফিন্যান্স বিষয়ে যা যা পড়ানো হয়

  • Principles of Accounting
  • Business Statistics
  • Law and Practices of Banking and Insurance
  • Principles of Finance
  • Legal Aspects of Business
  • Principles of Marketing
  • Principles of Management
  • Micro Economics
  • Macro Economics
  • Business Mathematics
  • Business Communication and Report Writing
  • History of the Emergence of Independent Bangladesh
  • Financial Management
  • Marketing of Financial Service
  • Islamic Banking
  • Auditing
  • Management Accounting
  • Central Banking
  • E-Banking & E-Commerce
  • Business Research Methodology
  • SME and Micro Finance
  • Human Resource Management
  • Computer Applications in Business
  • Business English and Communication
  • Real Estate Finance and Alternative Investments
  • Organizational Behavior
  • Monetary Economics
উপরোক্ত কোর্সগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত পড়ানো হয়ে থাকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় একই কোর্স করানো হয়ে থাকে।
এখন আমরা জানবো ফিন্যান্স বিষয়ে পড়লে কোন কোন চাকরি পাওয়া যাবে। ফিন্যান্স ও ব্যাংকিং সাবজেক্ট রিভিউ।

ফিন্যান্স পড়ে ক্যারিয়ার

  • প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার চাকরি
  • বিসিএস দিয়ে ক্যাডার হওয়ার সুযোগ
  • CA
  • CFA
  • ACCA
  • CFO
  • CEO
  • Entrepreneur
  • বিসিএস শিক্ষা ক্যাডারের সংখ্যা অনেক রয়েছে
  • সকল প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রশাসন কর্মী
  • সকল প্রকার সাধারণ সরকারি চাকুরী
  • ব্যাংকে চাকুরী
  • মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরী
  • CMA
  • CIMA
  • Auditor
  • বিসিএস অডিট ও ট্যাক্স
  • মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি
  • কলেজ পর্যায়ে শিক্ষকতার চাকরি
  • Chartered Alternative Investment Analyst
  • (CAIA)
  • Chartered Investment Manager (CIM)
  • Association of Corporate Treasurers (ACT)
  • Certificate in Quantitative Finance(CQF)
  • Professional Risk Manager (PRM)
  • Commercial banker
  • Financial consultant
  • Financial manager
  • Financial trader
  • Hedge fund manager
  • Portfolio manager
  • Private Equity consultant
  • Real Estate consultant
  • Pensions Adviser
  • Public Accounting
  • Insurance officer
  • Investment banker
  • Quent specialist
  • Trader Analyst
  • Regulatory compliance officer
  • Quantitative analyst
আশা করি, ফিন্যান্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে চাকরির জন্য চিন্তা করতে হবে না। তবে ব্যবসায় প্রশাসন এর অন্য অন্য সাবজেক্টের চেয়ে ফিন্যান্স সাবজেক্ট তুলনামূলক কঠিন। এ বিষয় নিয়ে পড়াশোনা করলে নিয়মিত আপনাকে পড়ার টেবিলে বসতে হবে এবং আপনার গাণিতিক সমস্যার সমাধানের দক্ষতা থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button